মালদা

মেলা দেখে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হাতে আক্রান্ত এক যুবক

সজনি দিঘির মেলা দেখে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হাতে আক্রান্ত এক যুবক। ঘটনাটি ঘটেছে হবিবপুরের সজনি পাড়া এলাকায়। আহত যুবক জাকির আনসারী বর্তমানে মালদা মেদিক্যালে চিকিৎসাধীন। জানা গিয়েছে বুধবার থেকে শুরু হয়েছে হবিবপুরের অন্তর্গত সজনি গ্রামে সজনি দিঘির মেলা। এই মেলাকে কেন্দ্র করে জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের সমাগম হ্য এই মেলায়। আর এই সজনি দিঘির মেলায় এদিন গাজোলের বাসিন্দা জাকির ও তার এক বন্ধু আসে। পরিবার সূত্রে খবর রাত্রি বেলা বাড়ি ফেরার সময় ৪ থেকে ৫ জনের এক দুস্কৃতির দল তাদের পথ আটকায়। এরপর তার বন্ধু কোনক্রমে সেখান থেকে পালিয়ে গেলেও জাকিরকে ধরে ফেলে ওই দুষ্কৃতির দল। জাকিরের ওপর চলে রড, বাঁশ দিয়ে মারধর। দুষ্কৃতির দল তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সর্বস্য লুঠ করে তাকে রক্তাক্ত অবস্থায় মাঠে ফেলে পালিয়ে যায়। মেলা থেকে ফেরত লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হবিবপুরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। তার আঘাত গুরুতর থাকায় তাকে হবিবপুর থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত জাকির আনসারীর পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে পুলিশ।